• SIR হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা, যা আগেও হয়েছে, বাংলায় হবেই: শুভেন্দু
    এই সময় | ২৮ অক্টোবর ২০২৫
  • ‘SIR কেউ আটকাতে পারবে না। হিন্দু সমাজকে একসঙ্গে থাকার আবেদন জানাচ্ছি’। মঙ্গলবার হুগলির ভদ্রেশ্বরের সারদাপল্লির জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু। সেখানই SIR প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

    এ দিন শুভেন্দু বলেন, ‘SIR হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা। যা আগেও হয়েছে। আমারা বলেছিলাম SIR হবেই।’ পাশাপাশি তিনি ফের আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী বা ভারতীয় মুসলিম—সকলের নাম ভোটার তালিকায় থাকবে।

    শুভেন্দু অধিকারী দীর্ঘ দিন ধরেই 'ভুয়ো ভোটার' ইস্যুতে সরব।তিনি দাবি করেছেন, এসআইআর হলে অন্তত ১ কোটি ভুয়ো ভোটার বাংলা থেকে বাদ যাবে। তিনি বলেছিলেন, ‘এঁরা আর কেউ নন, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম ।’

    সোমবার এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি বলেন, ‘ডাবল এন্ট্রি, ত্রিপল এন্ট্রির ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এতো ভাল কথা। ভুয়ো ভোটার বাদ যাবে, পরিচ্ছন্ন ভোটার তালিকাই নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত।’

    এ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে ২০২৬-এ। তার আগে মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। এই পরিস্থিতিতে শুভেন্দু আরও বলেন, ‘কোনও ভারতীয়র চিন্তা নেই। তা সে যে দলই করুক না কেন। সকল ভারতীয়ের নাম থাকবে। শুধু একটাই অনুরোধ, যাঁরা সনাতন ধর্মে বিশ্বাসী, তাঁরা ভাষা এবং জাতের ভিত্তিতে একসঙ্গে থাকুন। নিজেদের মধ্যে বিভেদ করবেন না।’

    SIR নিয়ে প্রথম থেকেই বিরোধীতা করেছে এ রাজ্যের শাসক দল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘SIR হলো NRC-র চক্রান্ত। বাংলায় SIR-এ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ করব। দরকারে কমিশনের দপ্তর ঘেরাও করবে তৃণমূল।’ এ ছাড়াও, বিহারের SIR নিয়েও একাধিক বার সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব।

    উল্লেখ্য, সোমবার রাত ১২টা থেকেই ভোটার তালিকা ফ্রিজ় করে দেওয়া হয়েছে। কারণ আজ থেকে বঙ্গে শুরু হচ্ছে এনিউমারেশন ফর্ম ছাপার প্রক্রিয়া। একই সঙ্গে শুরু হবে BLO-দের ট্রেনিং। তবে শুধু বঙ্গ নয়, দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হবে SIR।

  • Link to this news (এই সময়)