• অপেক্ষার অবসান, ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে দিল্লিবাসী, মঙ্গলবারই দেখা মিলতে পারে প্রথম কৃত্রিম বৃষ্টির
    আজকাল | ২৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে বায়ুদূষণ রোধে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে সরকার। আবহাওয়া অনুকূলে থাকলে মঙ্গলবারই হতে পারে দিল্লির প্রথম ক্লাউড সিডিং ট্রায়াল। অর্থাৎ, দিল্লিবাসী সাক্ষী থাকতে পারে কৃত্রিম বৃষ্টির। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু মেঘ ও আর্দ্রতার উপযুক্ত পরিস্থিতির অপেক্ষা।

    দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘মঙ্গলবার সকালে একটি রিভিউ মিটিং নির্ধারিত হয়েছে। কানপুর থেকে বিমানটি আজ রাতেই দিল্লিতে পৌঁছবে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে ট্রায়ালটি সম্পন্ন করা হবে। তবে সবকিছু নির্ভর করছে আবহাওয়ার অবস্থার ওপর।’

    এই ট্রায়ালের মূল উদ্দেশ্য হল রাজধানীতে ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা। প্রতি বছর দীপাবলির পর শীতের শুরুর দিকে দিল্লির বাতাসে দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করে। সেই পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিমভাবে বৃষ্টি ঘটিয়ে বাতাসের মান উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই প্রকল্প।

    সরকারি সূত্রে খবর, দিল্লি সরকারের বহু প্রতীক্ষিত ক্লাউড সিডিং পরীক্ষার প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। গত সপ্তাহে বুরাড়ির আকাশে একটি পরীক্ষামূলক উড়ান পরিচালনা করা হয়েছিল। ওই পরীক্ষায় বিমানে থেকে স্বল্প পরিমাণে সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ ছাড়া হয়, যা মেঘে বিক্রিয়া ঘটিয়ে বৃষ্টির সৃষ্টি করে।

    তবে সেই সময় বায়ুমণ্ডলের আর্দ্রতা ছিল মাত্র ২০ শতাংশ। জানানো হয়েছে, কার্যকর ক্লাউড সিডিংয়ের জন্য প্রয়োজন অন্তত ৫০ শতাংশ আর্দ্রতা। ফলে পরীক্ষার দিন বৃষ্টি নামানো সম্ভব হয়নি। এই গোটা প্রকল্পটি পরিচালনা করছে আইআইটি কানপুর। তাদের রিপোর্টে বলা হয়েছে, ‘এটি ছিল প্রস্তুতিমূলক উড়ান।

    মূলত বিমানের সক্ষমতা, যন্ত্রপাতির কার্যক্ষমতা ও বিভিন্ন সংস্থার সমন্বয় যাচাই করার জন্য এই উড়ানটি আয়োজন করা হয়েছিল।’ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গত সপ্তাহে জানান, ‘আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে উপযুক্ত মেঘের সম্ভাবনা রয়েছে।

    তাই যদি আবহাওয়া সহায়ক হয়, তাহলে ২৯ অক্টোবরই দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টি দেখা যেতে পারে।’ দিল্লি সরকার গত ২৫ সেপ্টেম্বর আইআইটি কানপুরের সঙ্গে একটি মউ (MoU) স্বাক্ষর করে। এই স্বাক্ষরের অধীনেই উত্তর-পশ্চিম দিল্লিতে মোট পাঁচটি ক্লাউড সিডিং ট্রায়াল চালানো হবে বলে জানা গিয়েছে।

    ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA) ইতিমধ্যেই এই পরীক্ষার অনুমতি দিয়েছে, যা ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনও সময় সম্পন্ন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দশেরও বেশি দপ্তর থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে।

    এর মধ্যে রয়েছে পরিবেশ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রক, উত্তরপ্রদেশ সরকার, এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া, এবং বিউরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS)। দিল্লি মন্ত্রিসভা গত ৭ মে এই প্রকল্প অনুমোদন করে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩.২১ কোটি টাকা।

    তবে আবহাওয়া সংক্রান্ত নানা সমস্যার কারণে একাধিকবার এই ট্রায়াল পিছিয়ে গেছে। মে মাসের শেষ, জুনের শুরু, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও প্রতিবারই তা বাতিল করতে হয়েছে।

    তবে জানা যাচ্ছে, এখন সব প্রস্তুতি শেষ। সরকার ও বিজ্ঞানীরা আশাবাদী যদি মঙ্গলবার আকাশে যথেষ্ট মেঘ জমে ও আর্দ্রতা অনুকূলে থাকে, তাহলে রাজধানী দিল্লি সাক্ষী থাকবে দেশের প্রথম সফল কৃত্রিম বৃষ্টির। বায়ুদূষণের বিরুদ্ধে লড়াইয়ে এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ।
  • Link to this news (আজকাল)