• 'এক কাপ চা দেবে?', জীবন দিয়ে চোকাতে হল আবদার! ব্যক্তি মৃত্যুতে উঠছে হাজার প্রশ্ন...
    আজকাল | ২৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  মাত্র এক কাপ চায়ের জন্য প্রাণ গেল ব্যক্তির। মর্মান্তিক এই ঘাটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে সালার থানার লাইব্রেরি পাড়া এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ফিরোজ শেখ (৪২)। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দিলে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। ফিরোজের দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি এলাকার বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে লোকের কাছ থেকে বিভিন্ন জিনিস চেয়ে খেতেন। মঙ্গলবার সকালে ফিরোজ, বাবলু মিঞাঁ নামে একজনের চায়ের দোকানে চা খেতে যান। কিন্তু কোনও কারণে ওই দোকানদার ফিরোজকে চা দিতে অস্বীকার করে। সূত্রের খবর,  এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ দোকানিকে প্রচন্ড গালাগালি করতে থাকেন এবং রাস্তায় পড়ে থাকা একটি লাঠি নিয়ে মারতে যান।

    ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এরপরই উত্তেজিত দোকানদার একটি ঝাঁটা নিয়ে ফিরোজকে  মারধর করে নিজের দোকানের সামনে থেকে তাড়িয়ে দেন। ভয় পেয়ে ফিরোজ দৌড়তে শুরু করে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। সূত্রের খবর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

    ফিরোজকে রাস্তায় বেশ কিছুক্ষণ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন সালার থানায় খবর দেন। সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। সামান্য এক কাপ চা চাওয়ার জন্য যেভাবে একজন মানসিকভাবে অসুস্থ একজনকে মারধর করা হয়েছে তাতে ক্ষুব্ধ এলাকাবাসী। সকলেই দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছেন।
  • Link to this news (আজকাল)