২৮ অক্টোবর ২০২৫, নয়াদিল্লি: বায়ুদূষণ রোধ করতে দীপাবলির আগে একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল দিল্লি সরকার। কিন্তু তাতে ফল মিলল না। দীপাবলির রাত থেকেই পুরু ধোঁয়াশার আস্তরণে ডুবে রয়েছে রাজধানী। তবে শুধুমাত্র বাজি পোড়ানো নয়। ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়ার জেরেও ‘বিষসম’ হয়ে উঠেছে দিল্লির বাতাস। যার জেরে নিঃশ্বাস নিতে গিয়ে বুকে হাফ ধরছে আমজনতার। এমন পরিস্থিতিতে মুক্তির উপায় হিসেবে কৃত্রিম বৃষ্টিকে বেছে নিয়েছে নয়াদিল্লি। আজ, মঙ্গলবারই কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে দিল্লি সরকার।দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এপ্রসঙ্গে জানিয়েছেন, কানপুর থেকে বিমান ওড়ানো হবে। সেই বিমানটিই দিল্লিতে ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টি ঘটাবে।বিশেষজ্ঞরা মনে করছে, এর ফলে রাজধানীতে বায়ু দূষণের মাত্রা কমবে। তবে দিল্লিতে এই ধরনের পরীক্ষা এই প্রথম। ফলে কৃত্রিম বৃষ্টির পরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।ক্লাউড সিডিং কীভাবে ঘটবে?ক্লাউড সিডিং বলতে সহজভাবে বোঝায়, এটি এক ধরণের কৃত্রিম বৃষ্টিপাত যা সীমিত সময়ের জন্য স্থায়ী হবে। এই পদ্ধতির জন্য ব্যাপক পরিমাণে অর্থও খরচ হয়। ক্লাউড সিডিংয়ের জন্য, বিমান ব্যবহার করে মেঘের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ প্রবেশ করানো হবে। এই রাসায়নিক পদার্থগুলি জলের ফোঁটা তৈরি করে, যার ফলে বৃষ্টিপাত হয়। যদি ক্লাউড সিডিং সফল হয়, তাহলে এটি দিল্লির বাসিন্দাদের দূষণ থেকে মুক্তি দিতে পারে। এই পরীক্ষার জন্য মোট খরচ হতে পারে ৩.২১ কোটি টাকা।