নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এস আই আর আবহে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় বিএলও বদল। অথচ জানেনই না স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েত প্রধান। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের শাসক দলের ওই প্রধান অনিতা রাউত। তাঁর অভিযোগ, “হঠাৎ করে কেন বিএলও বদল করা হল জানি না। নতুন যাঁরা বিএলও হয়েছেন তাঁরাও আমার সঙ্গে কোনও যোগাযোগ করেননি।”প্রধানের আরও অভিযোগ, “নতুন বিএলওরা নাকি আমার বুথে এক ভোটারের বাড়ি গিয়ে বলে এসেছেন, ভোটার তালিকায় তাঁর নাম নেই। সেই ভোটার আমার কাছে ছুটে এসেছিলেন। এরপর আমার কাছে যে ভোটার তালিকা রয়েছে, তা মিলিয়ে দেখি, ওই ভোটারের নাম রয়েছে। ফলে এভাবে বিভ্রান্তি ছড়ানো হল কেন বুঝতে পারছি না। বিষয়টি প্রশাসনকে জানাব।” যদিও পাতকাটা কলোনি এলাকায় নতুন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।