• পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের অন্যতম মূল পাণ্ডা
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: এবার পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের অন্যতম মূল পাণ্ডা। ধৃতের নাম হাসমাত। সে মালদহের কালিয়াচক থানা এলাকার বামুনটোলার বাসিন্দা। ধৃতকে সোমবার কলকাতা থেকে গ্রেফতার করে মালদহ পুলিশ। মঙ্গলবার তাকে মালদলে নিয়ে আসা হয়। সূত্রের দাবি, হাসমাত আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের প্রথম তিন মাদক ডিলারের মধ্যে অন্যতম। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, হাসমাত মণিপুর ঝাড়খণ্ড, বিহার এই অঞ্চলের মাদক পাচার চক্রের অন্যতম প্রধান ডিলার। কালিয়াচক থেকে পুলিশ ইতিমধ্যেই হাসমাতের গ্রুপের একশোর বেশি মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
  • Link to this news (বর্তমান)