ছট পুজোর সকালে কাটোয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই ভাই
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলবার ছট পুজোর জন্য ভোরবেলায় কাটোয়ায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই ভাই। কাটোয়ার দেবরাজ স্নানঘাটে এই ঘটনা ঘটেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদীতে তলিয়ে যাওয়া দুই ভাইয়ের নাম শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)। দু’জনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই। হঠাৎ পা পিছলে জলে গভীরে তলিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।ঘটনায় গোটা ঘাট জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুণ্যার্থীদের আনন্দের মাঝেই হঠাৎ এই মর্মান্তিক ঘটনার খবরে স্তব্ধ হয়ে পড়েন সকলে। দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোর ভিড় ছিল চোখে পড়ার মতো। আপাতত ডুবুরি দল অবিরাম তল্লাশি চালিয়ে যাচ্ছে নিখোঁজ দুই ভাইয়ের উদ্ধারের চেষ্টায়।