সোনার দোকানের দরজা কেটে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার অলঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সোমবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বাসুদেবপুর বাজার এলাকায় একটি দোকানের সাটার কেটে কয়েক লক্ষাধিক টাকার সোনা ও রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুস্কৃতীদের দল। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। বাজার এলাকায় দু'জন নৈশপ্রহরীও থাকে। তা সত্বেও কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে রয়েছে সকলেই।যেভাবে সাটার কাটা হয়েছে তাতে দলে বেশ কয়েকজন অস্ত্রশস্ত্রসহ দুস্কৃতী আছে বলেই অনুমান পুলিশের। চোরেদের দোকানে প্রবেশের ভিডিও একটি সিসি ক্যামেরায় ধরাও পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর জেলা পুলিশ।
Link to this news (বর্তমান)