নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পাঁচ বছর পর গ্রেফতার বিজেপির বিধায়কের ভাইপো
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অবশেষে গ্রেফতার হলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো। পাঁচ বছর ধরে গা ঢাকা দিয়ে থাকার পর পুলিশের জালে ধরা পড়লেন তিনি। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।২০২০ সালে কাঁকসার আমলা জোড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে দলেরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের ভাইপো।কাঁকসা থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করতে পৌঁছাতেই, অভিযুক্ত সহদেব এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বাড়িতে আদালতের নির্দেশনামা পাঠানোর পরেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি পুলিশ। অবশেষে মঙ্গলবার সফল হয় তদন্তকারীরা। কাঁকসার রাজবাঁধ থেকে এদিন সকালে তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। পরে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।