• আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে ‘নিখোঁজ’ পোস্টার
    দৈনিক স্টেটসম্যান | ২৮ অক্টোবর ২০২৫
  • আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা! ছুট পুজোর সময় কুলটি ও বরাকর এলাকায় ‘নিখোঁজ সাংসদ’-এর পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে কুলটি স্টেশন সংলগ্ন এলাকা এবং বরাকর বাসস্ট্যান্ডের কাছে এই পোস্টার দেখা যায়। কে বা কারা পোস্টার দিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

    স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আসানসোলের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তৃণমূলের দাবি এই কাজ বিজেপির। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ, তৃণমূলের একাংশের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটি।

    বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গ শুধু মাইগ্রেন্ট লেবার নয়, মাইগ্রেন্ট সাংসদও পেয়েছে।‘  তাঁর ইঙ্গিত ছিল আসানসোলের অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহার দিকেই।

    পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি কাঞ্চন রায় বলেন, ‘বিজেপির এই ধরনের পোস্টার লাগিয়ে কোনও লাভ হবে না। তৃণমূল সবসময় মানুষের পাশে আছে। মন্ত্রী মলয় ঘটক, উজ্জ্বল চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ দলের সমস্ত নেতা ও কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।‘
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)