সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বাসে বিধ্বংসী আগুন। টার্মিনাল তিনের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। শুধু তাই নয়, অভিশপ্ত বাসটির সামনেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিল। ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। যদিও তার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় আগুন। জানা যায়, ঘটনার সময় বাসটিতে কোনও যাত্রী ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
জানা যায়, বাসটি SATS এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড বলে একটি সংস্থার। মূলত এটি একটি থার্ড পার্টি সংস্থা। যারা একাধিক এয়ারলাইন্সের জন্যে যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত। তবে অভিশপ্ত বাসটি এয়ার ইন্ডিয়ার হয়ে কাজ করছিল বলে খবর। বিমানবন্দরের মধ্যে টার্মিনাল তিনের সামনে দাঁড়িয়ে থাকার সময় বাসটিতে আগুন লেগে যায়। একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। সবথেকে বিপদের বিষয় ছিল, বাসটির খুব কাছেই একটি বিমান ছিল। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। ঘটনার খবর পেয়েই ছুটে আসে দমকল-সহ বিমানবন্দরের আধিকারিক এবং পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বাসটি।
পুলিশ জানিয়েছে, ”ঘটনার সময় বাসটিতে কোনও যাত্রী ছিলেন না। শুধুমাত্র চালক ছিলেন।” দুর্ঘটনার সময়েই তিনি বেরিয়ে যান। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যে সংস্থার এই বাস তাদের তরফেও অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।