• ‘২৫ ঘণ্টা শিকলে বাঁধা’, আমেরিকা-ফেরত বিমানে নির্যাতনের কথা জানালেন বিতাড়িত ভারতীয়
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডাঙ্কি’ পথ ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের খোঁজে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। ভারতের ফিরে এবার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আমেরিকা থেকে বিতাড়িত এক ভারতীয়।

    শনিবার রাতে ওই ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে নামে মার্কিন বিমান। সেখানে ছিলেন বছর পঁয়তাল্লিশের হরজিন্দর সিং। তিনি হরিয়ানার আম্বালার জাগোলি গ্রামের বাসিন্দা। দেশে ফিরে তিনি বলেন, “বিমানে ২৫ ঘণ্টা ধরে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আমার পা ফুলে গিয়েছে। উন্নত জীবনের খোঁজে এবং পরিবারের জন্য ভালো কিছু করতে ৩৫ লক্ষ টাকা খরচ করে আমেরিকায় পাড়ি দিয়েছিলাম। এখন সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।” তিনি আরও বলেন, “ফ্লোরিডার জ্যাকসনভিলে আমি ছিলাম। ভালো চাকরিও পেয়েছিলাম। কিন্তু ট্রাম্প সরকার আমাকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে।” নরেশ কুমার নামে অপর এক যুবক বলেন, “এক এজেন্টের মাধ্যমে আমেরিকায় পৌঁছেছিলাম। প্রথমে ৪২ লক্ষ টাকা বললেও পরে তিনি আমার থেকে মোট ৫৭ লক্ষ টাকা নিয়েছিলেন। জমি বিক্রি করে সেই টাকা বেশিরভাগ টাকা দিয়েছিলাম। দেশে ফেরানোর আগে আমি ১৪ মাস জেলে বন্দি করে রাখা হয়েছিল।”

    শনিবার রাতে আমেরিকা থেকে ৫৪ জন ভারতীয় দেশে ফেরেন। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, তাঁদের বয়স ২৫ থকে ৪০ বছরের মধ্যে। অবৈধ ‘ডাঙ্কি’ পথ ধরে তাঁরা আমেরিকায় প্রবেশ করেছিলেন। কিন্তু তারপরই সেখানকার পুলিশের হাতে তাঁরা ধরা পড়ে যান। হরিয়ানার কর্নল জেলার ডিএসপি সন্দীপ কুমার বলেন, “৫৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন সরকার। তাঁদের মধ্যে ১৬ জন কর্নল জেলার বাসিন্দা। বাকিরা হরিয়ানার অন্যান্য জেলায় বসবাস করেন। ডাঙ্কি পথে তাঁরা আমেরিকায় প্রবেশ করেছিলেন। তবে এখনও পর্যন্ত কোনও এজেন্টের নাম সামনে আসেনি। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।”
  • Link to this news (প্রতিদিন)