হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই দাউ দাউ করে জ্বলে উঠল বাস! রাজস্থানে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৩
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ফের ভয়ংকর দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাসে লাগল আগুন। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছন আরও ১০ জন।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাসটি উত্তরপ্রদেশের পিলিভীত থেকে রাজস্থানের মনোহরপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। বাসটির ভিতরে ছিলেন ২৫ থেকে ৩০ জন ইঁটভাটার শ্রমিক। জয়পুর-দিল্লি হাইওয়ের উপর বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এরপরই হুলস্থূল পড়ে যায়। কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটল? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাসটির মাথায় গ্যাস সিলিন্ডার-সহ একাধিক জিনিসপত্র বোঝাই করা ছিল। রাস্তায় একটি হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসতেই বাসটিতে আগুন লেগে যায়। বাসটির মাথায় গ্যাস সিলিন্ডার থাকার কারণে বিস্ফোরণও হয়। এর জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তঁরা চিকিৎসাধীন। জানা গিয়েছে, ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজস্থানের জয়সলমেরে একটি বাসে চলন্ত অবস্থাতেই আগুন লেগে যায়। ওই বেসরকারি বাসটি জয়সলমের থেকে যোধপুরে যাচ্ছিল। মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাসটি। যাত্রীদের অনেকেই চলন্ত অবস্থাতেই বাসের জানলা ভেঙে লাফ মারেন। তাতে আহতও হন। বেশ কয়েক জন যাত্রী ভিতরে আটকে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একইরকম দুর্ঘটনা রাজস্থানে।