• ‘গুরু পরম্পরা ভারতকে ত্যাগ ও তিতিক্ষার আদর্শ দিয়েছে’, শিখদের জোরে সাহিব যাত্রায় বার্তা যোগীর
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: দশম গুরু গোবিন্দ সিং জির ‘জোরে সাহিব’ যাত্রাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘চরণ সুহাবে গুরু চরণ যাত্রা’ হল গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌরের পবিত্র স্মৃতিবিজড়িত ধর্মীয় যাত্রা। এই যাত্রায় পবিত্র ‘জোরে সাহিব’ (গুরু গোবিন্দ সিং এবং মাতা সাহেব কৌর-এর পবিত্র জোড়া) দর্শন করানো এবং এই মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে। এই যাত্রাকে লখনউতে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী যোগী। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও উপস্থিত ছিলেন।

    ​অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, গুরু পরম্পরা ভারতকে শুধু বিশ্বাস নয়- বরং সেবা, ত্যাগ ও জাতীয় সুরক্ষার আদর্শ দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই আধ্যাত্মিক ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সকলের কাজ। এর অনুপ্রেরণাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
    ​লখনউয়ের ইয়াহিয়াগঞ্জ গুরুদ্বারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী সেখানে গুরুবাণী শোনেন। তিনি যাত্রার সদস্যদের পাগড়ি পরিয়ে সম্মান জানান। গুরুদ্বার কমিটি তাঁকে উত্তরীয় ও স্মারক দিয়ে অভ্যর্থনা জানায়। এই সময় মুখ্যমন্ত্রী একটি শ্লোক উদ্ধৃত করেন। তিনি বলেন, “যেখানে গুরুর পবিত্র পা পড়ে, সেই স্থান রামরাজ্যের মতো পবিত্র হয়ে ওঠে।” তাঁর মতে, এই যাত্রা জাতিকে সংস্কৃতি, সাহস ও ত্যাগের এক নতুন দিশা দেখিয়েছে।

    ​মুখ্যমন্ত্রী জানান, এই যাত্রাটি গুরু তেগ বাহাদুর মহারাজের ৩৫০তম শাহাদত বার্ষিকীতে শুরু হয়েছে। এটি কেবল একটি আধ্যাত্মিক যাত্রা নয়, এটি ত্যাগ ও দেশের প্রতি ভক্তির এক চলমান শ্রদ্ধাঞ্জলি। তিনি বলেন, শিখ গুরুদের অবদান ভারতের শাশ্বত ঐতিহ্যে অবিস্মরণীয়। গুরু নানক দেব জি থেকে শুরু করে গুরু গোবিন্দ সিং জি এবং তাঁর চার সাহিবজাদার সর্বোচ্চ আত্মত্যাগ ধর্ম, মানবতা এবং জাতিকে সুরক্ষা দিয়েছে।

    ​তিনি আরও উল্লেখ করেন যে, ইয়াহিয়াগঞ্জ গুরুদ্বারেরও বিশেষ গুরুত্ব আছে। এটি গুরু তেগ বাহাদুর জি ও গুরু গোবিন্দ সিং জির সঙ্গে যুক্ত। এটি জাতীয় ঐক্যের প্রতীক। মুখ্যমন্ত্রী সকলকে এই ঐতিহ্যকে রক্ষা করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে মন্ত্রী সুরেশ খান্না এবং অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
  • Link to this news (প্রতিদিন)