• দিনহাটায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য বোমাবাজি! অভিযোগ ভিত্তিহীন বলল তৃণমূল
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি নেতার দাবি, ঘটনার সঙ্গে যুক্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ছেলে এবং তাঁর দলবল। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি শাসকদল তৃণমূলের। দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ সাহা বলেন, ”বিজেপি নেতার কথার কোনও গুরুত্ব নেই।” এমনকী মন্ত্রী উদয়ন গুহ নিজেও ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করে জানিয়েছেন, ”বোমাবাজির মতো কোনও ঘটনা ঘটেনি।”

    কোচবিহার শহরেই বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি। একেবারেই জনবহুল এলাকা। অভিযোগ, সোমবার রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। ঘটনার ভিডিও সম্পূর্ণ সিসিটিভিতে ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবক বাইকে করে আসে এবং বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। বিজেপি নেতার অজয় রায়ের অভিযোগ, ”রাতের অন্ধকারে মন্ত্রী উদয়ন গুহের ছেলে কিছু দুষ্কৃতী নিয়ে এসে বোমাবাজি করে পালিয়ে যায়।” ২৬ এর নির্বাচনকে ভয় পেয়ে এই হামলা বলে দাবি বিজেপি নেতার।

    ঘটনার সিসিটিভি সামনে এসে সমাজ মাধ্যমে তোপ দেগেছেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, ”SIR ঘোষণার পরেই রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির কোচবিহার সাংগঠনিক জেলার মাননীয় সম্পাদক শ্রী অজয় রায়ের বাড়ির সামনে ভাড়াটে দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে শাসানি, হুমকি এবং বোমাবাজি করল আতঙ্কিত তৃণমূল!” শুধু তাই নয়, পালটা হুমকি দেন বিজেপিনেতার। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

    এই প্রসঙ্গে পার্থ সাহা বলেন, ”সায়ন্তন গুহ আমার বাড়ি যাচ্ছিল। পাশেই আমার বাড়ি।” কেন সায়ন্তন গুহ অজয় রায়ের মতো চুনোপুটি নেতার বাড়িতে বোমাবাজি করতে যাবে? প্রশ্ন তৃণমূল নেতার। শুধু তাই নয়, বিজেপি নেতাকে মাতাল বলেও কটাক্ষ।
  • Link to this news (প্রতিদিন)