• এক কাপ চা নিয়ে বিবাদ! সাতসকালে মুর্শিদাবাদে দোকানির হাতে ‘খুন’ যুবক
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • শাহাজাদ হোসেন, ফরাক্কা: সাতসকালে এক কাপ চা নিয়ে বিবাদ। যার পরিণতি হল ভয়ংকর। মুর্শিদাবাদে (Murshidabad) যুবককে খুনের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

    জানা গিয়েছে, মৃতের নাম ফিরোজ শেখ। বয়স ৫০ বছর। মুর্শিদাবাদ জেলার সালার থানার লাইব্রেরি পাড়ার বাসিন্দা তিনি। শোনা যাচ্ছে, সামান্য মানসিক সমস্যা ছিল যুবকের। স্থানীয় সূত্রে খবর, অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে ফিরোজ এলাকারই একটি চায়ের দোকানে যান। কিন্তু কোনও কারণে দোকানদার তাঁকে চা দিতে অস্বীকার করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ফিরোজ। দোকানিকে গালিগালাজ করতে শুরু করেন। এতে উত্তেজিত হয়ে দোকানদার চড়াও হন ফিরোজের উপর, তাঁকে মারধর করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরোজ শেখের।

    ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। স্থানীয়রা অভিযুক্ত দোকানদারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় এক বাসিন্দার কথায়, “এক কাপ চায়ের জন্য কাউকে এমনভাবে মরতে হবে, ভাবতেও পারছি না।”
  • Link to this news (প্রতিদিন)