ছটপুজো সেরে ফেরার পথে দুর্ঘটনা, হাওড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু ৩ বছরের শিশুর!
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: ছটপুজো সেরে ফেরার পথে দুর্ঘটনা। ভ্যান থেকে রাস্তায় পড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিনবছরের শিশুর। সোমবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার নিত্যধন মুখার্জি রোডের বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ভ্যান ও ঘাতক গাড়িটিকে চালক-সহ আটক করেছে হাওড়া থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতার নাম পুনম কুমারী। বাড়ি হাওড়ার কেলভিন কোর্ট চার্চ রোডে। পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে তেলকল গঙ্গার ঘাটে বাবা-মায়ের সঙ্গে ছটপুজো দিতে গিয়েছিল শিশুটি। সন্ধ্যা ৭টা নাগাদ তিন চাকার একটি ভ্যানে বাবা ও মায়ের সঙ্গে ফিরছিল সে। ভ্যানের পিছনে বসেছিল পুনম। বার্ন স্ট্যান্ডার্ড মোড়ের কাছে আসতেই আচমকা ঝাঁকুনিতে শিশুটি টাল সামলাতে না পেরে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। ওই ভ্যানের পিছনেই একটি চারচাকার গাড়ি ছিল। ওই গাড়ির যাত্রীরাও ছটপুজো সেরে বাড়ি ফিরছিলেন। ওই গাড়ির সামনের চাকাটি শিশুটির মাথায় গিয়ে সজোরে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে শিশুটিকে উদ্ধার করে। তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রায় আধঘণ্টা চেষ্টা করলেও শিশুটিকে বাঁচানো যায়নি। রাতেই ভ্যান ও ঘাতক চার গাড়িটিকে চালক-সহ আটক করেছে পুলিশ। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার।