দত্তক নেওয়ার বছর না ঘুরতেই উধাও নাবালক! পুকুরপাড়ে মিলল সাইকেল, রহস্য তেহট্টে
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
রমণী বিশ্বাস, তেহট্ট: মাস নয়েক আগে দত্তক নিয়েছিল এক দম্পতি। নতুন বাবা-মা পেয়েছিল খুদে। বছর পেরনোর আগেই খেলতে বেরিয়ে উধাও ৮ বছরের নাবালক। রাত পেরলেও হদিশ মেলেনি তার। কিন্তু এলাকারই একটি পুকুরপাড়ের জঙ্গলে মিলেছে তার সাইকেল। কিন্তু কোথায় নাবালক? এই বেপাত্তা হওয়ার পিছনে লুকিয়ে কোন রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নিখোঁজ নাবালকের নাম অমৃত বিশ্বাস। তার বয়স ৮ বছর। নদিয়ার তেহট্টের বাসিন্দা সে। প্রতিবেশী সূত্রে খবর, ৯ মাস আগে অমৃতকে দত্তক নেন বিশ্বাস দম্পতি, অখিল ও মৃন্ময়ী। আর পাঁচটা বাচ্চার মতোই বড় হচ্ছিল সে। সোমবার বিকেলে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় অমৃক। এরপর আর ফেরেনি সে। ৫ টা বেজে যাওয়ায় ছেলের খোঁজ শুরু করেন দম্পতি। আশপাশের বাড়ি, অমৃতের বন্ধু, কেউ-ই তার খোঁজ দিতে পারেনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
মঙ্গলবার সকালে এলাকারই একটি পুকুরের পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় নাবালকের সাইকেল। সোমবার ওই সাইকেলটি নিয়েই বেরিয়েছিল অমৃত। তবে কি পুকুরে পড়ে গিয়েছে সে? জানতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি নাবালকের খোঁজে ওড়ানো হচ্ছে ড্রোনও। কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা। প্রসঙ্গত, সম্প্রতি শিশুমৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগে উত্তাল হয়ে উঠেছিল তেহট্ট। কয়েকদিনের ব্যবধানে ফের শিশু নিখোঁজের ঘটনায় শোরগোল এলাকায়।