• বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা ব্যর্থ, পেট্রাপোল সীমান্তে উদ্ধার আড়াই কোটি টাকার সোনা!
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা পাচারের চেষ্টা চালিয়েছিল পাচারকারীরা। সেই চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। ওই সোনার বাজারদর প্রায় আড়াই কোটি টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ বনগাঁর পেট্রাপোল সীমান্তে। একটি ট্রাকে করে ওই সোনা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ।

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল, সোমবার রাতে বাংলাদেশের বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল দিয়ে একটি ট্রাক এদেশে ঢুকেছিল। খালি ট্রাক দেখে সন্দেহ হয়েছিল বিএসএফ জওয়ানদের। তল্লাশি চালাতেই ট্রাকের ভিতর থেকে বেরিয়ে পড়ে দুটি সবুজ প্যাকেট। ওই প্যাকেট লুকনো ছিল। সেগুলি খুলতেই চমকে ওঠেন কর্তব্যরত জওয়ানরা। প্যাকেটের মধ্যে ছিল বিপুল পরিমাণ সোনা। অভিযোগ, ৬টি সোনার বার ও ২টি বিস্কুট পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া ওই সোনার মোট ওজন ১৯৭৪.৫৪০ গ্রাম। সেগুলির আনুমানিক বাজারদর প্রায় আড়াই কোটি টাকা।

    ট্রাকের চালককে এরপর জিজ্ঞাসাবাদ শুরু হয়। ওই চালকের দাবি, খালি ট্রাক নিয়ে তিনি ভারতে ফিরছিলেন। সেসময় মোটা টাকার লোভ দেখিয়ে কয়েকজন ওই দুটি প্যাকেট সীমান্ত পার করতে বলেছিল। টাকার লোভ সামলাতে পারেননি ওই চালক। ওই চালক কতটা সত্য কথা বলছে? কাদের কাছে ওই সোনা হাতবদলের কথা ছিল? সেই বিষয় খতিয়ে দেখছে বিএসএফ। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার এক বড় সাফল্য। এমনই দাবি করছে বিএসএফ। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকে। সেই নজরদারি আরও বাড়ানো হবে বলেই বিএসএফ সূত্রে জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)