• তমলুকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জগদ্ধাত্রী পুজোর গেট, কী অবস্থা দিঘার?
    এই সময় | ২৯ অক্টোবর ২০২৫
  • ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বিকাল থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি ও দমকা হাওয়া। পূর্ব মেদিনীপুরের তমলুকে ভেঙে পড়ল জগদ্ধাত্রী পুজো মণ্ডপের গেট। পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে এই গেট ভেঙে পড়ায় অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তা। হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও ঘটনায় সৃষ্টি হয়েছিল ব্যাপক যানজট। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় মুক্ত হয় যানজট। এ দিকে সন্ধ্যা থেকেই দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

    হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছিল ‘মান্থা’-এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টিপাত। সেই মতো মঙ্গলবার দুই মেদিনীপুর জুড়ে চলে বৃষ্টির দাপট। স্থানীয়দের দাবি, হাওয়ার দাপটেই জগদ্ধাত্রী পুজোর জন্য তৈরি এই বিশাল আকার মণ্ডপের গেট ভেঙে পড়েছে।

    গেট ভেঙে পড়ার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, দমকা হাওয়া ও ব্যাপক বৃষ্টির জেরে রাস্তার উপরে থাকা আলো দিয়ে সাজানো তোরণ হুড়মুড়িয়ে পড়ে যায়। বরাতজোরে রক্ষা পান স্থানীয় কিছু সেখানে থাকা লোকজন। এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলেন ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে গেটটি ভেঙে পড়ে, তবে ঘটনায় কেউ আহত হননি। সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য যানজট হলেও কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়।’

  • Link to this news (এই সময়)