ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চালু হওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পর চায়ের আড্ডা থেকে শুরু করে বাসে, ট্রেনে-সর্বত্র এই নিয়ে আলোচনা। আর বাঙালির আড্ডার চিরাচরিত জায়গাগুলিতে কান পাতলেই শোনা যায়, এসআইআর নিয়ে নানা মানুষের বিভিন্ন প্রশ্ন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ১০০ শতাংশ স্বচ্ছ ভাবে ভোটার তালিকা তৈরি হবে। এক জন বৈধ ভোটারের নামও বাদ পড়বে না।’
মঙ্গলবার রাজ্যের আটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজকুমার আগরওয়াল বলেন, ‘যদি কোনও বিভ্রান্তি তৈরি হয়, সে ক্ষেত্রে যাবতীয় সমস্যা মেটানোর জন্য প্রত্যেক জেলায় হেল্পডেস্ক থাকবে।’ তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষণার পরে সোমবার রাতে বাংলায় ভোটার তালিকা ফ্রিজ হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত বুথ লেভেল অফিসার (বিএলও)-দের প্রশিক্ষণ হবে। এর পরে ৪ নভেম্বর থেকে বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন এনিউমারেশন ফর্ম নিয়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। ভোটার তালিকা নিয়ে সমস্ত দাবি বা অভিযোগ জানানো যাবে ৯ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
কী থাকবে এই এনিউমারেশন ফর্মে? জানা গিয়েছে, প্রত্যেকটি ভোটারের একটি কিউআর কোড থাকবে। একটি ফটো আগে থেকেই দেওয়া থাকবে এবং নতুন ছবি তাঁকে দিতে হবে। যদি সেই ব্যক্তি কাজের জন্য অন্যত্র থাকেন, সেক্ষেত্রে তা পূরণ করে দিতে পারে পরিবারের অন্যকেউ। তবে তাঁকে নিজের পরিচয় এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কের কথা জানাতে হবে।