• নিমো স্টেশনের কাছে মালগাড়িতে আগুন! বর্ধমান মেন লাইনে ব্যাহত পরিষেবা
    এই সময় | ২৯ অক্টোবর ২০২৫
  • মালগাড়ির প্যান্টোগ্রাফে আগুন। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের নিমো স্টেশনে মালগাড়িতে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান মেন লাইনে অবস্থিত নিমো স্টেশনে ঢোকার মুখে বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ডাউনে মালগাড়িটি বর্ধমান ছাড়ার পর নিমো স্টেশনে ঢোকার আগেই হঠাৎ করে প্যান্টোগ্রাফে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেন চালক এবং কন্ট্রোলরুমে ফোন করেন।

    এর পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। ঘটনার জেরে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বিঘ্নিত হয়। পাশাপাশি স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

    কী কারণে এই বিপদ? প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্যান্টোগ্রাফে কাপড় বা সেই জাতীয় কিছু জড়িয়ে পড়ার কারণেই বিপদ ঘটে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছেন রেলকর্মীরা।’

  • Link to this news (এই সময়)