• তরুণীর অন্তর্বাসে ও কী! ঘেঁটে দেখতেই চোখ ছানাবড়া, বিমানবন্দরে পুলিশের বর্ণনা শুনলে চমকে যাবেন
    আজকাল | ২৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অন্তর্বাসে ভরে সোনা পাচারের চেষ্টা তরুণীর। চেকিং করতে গিয়ে ঘটল বিপত্তি। তরুণীর অন্তর্বাস থেকে এক কেজি খাঁটি সোনা উদ্ধার করলেন নিরাপত্তাকর্মীরা‌। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে এই নিয়ে দু'বার সোনা পাচারের ঘটনা রুখে দেওয়া হল‌। দু'টি ঘটনাতেই ভিন্ন উপায়ে সোনা পাচারের চেষ্টা করা হয়েছে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর। ওই তরুণী মায়ানমার থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ নামেন। ৮এম-৬২০ বিমানের যাত্রী ছিলেন ওই তরুণী। চেকিংয়ের সময়েই সন্লদেহ হয়েছিল মহিলা নিরাপত্তাকর্মীদের। তখনই পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তরুণীর অন্তর্বাসের পিছন থেকে ছ'টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। 

    বিমানবন্দর আধিকারিকরা জানিয়েছেন, তরুণীর ব্যাগ ও জামাকাপড়ে তল্লাশি চালিয়ে মোট ৯৯৬.৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য এক কোটি ১৭ লক্ষ টাকা। তরুণীকে সেদিন আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জেরায় তিনি স্বীকার করেছেন, মায়ানমার থেকে ভারতে তিনি সোনা পাচার করছিলেন। 

    সেই সপ্তাহেই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি সোনা পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। ২৫ থেকে ২৬ অক্টোবরের মাঝামাঝি সময়ে দুবাই থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন এক যুবক। এআই-৯৯৬ বিমানের যাত্রী ছিলেন তিনি। বিমানের গেট থেকে নামার সময়েই যুবকের আচরণে সন্দেহ হয়েছিল নিরাপত্তারক্ষীদের। তাঁকে আটকানো হয় গ্রিন চ্যানেল এক্সিট গেটের কাছে‌। 

    তল্লাশি অভিযান চালিয়ে ওই যুবকের ব্যাগে থাকা জলের বোতলের ঢাকনার নীচ থেকে ১৭০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ২০ লক্ষ টাকা। দীর্ঘ জেরায় ওই যুবক সোনা পাচারের বিষয়টি স্বীকার করে নেয়। তাঁকেও আটক করেছে বিমানবন্দর পুলিশ। উৎসবের আবহে এক সপ্তাহের মধ্যে পরপর সোনা পাচারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি বিমানবন্দরে। নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)