• খেলা শুরু করবে ‘মান্থা’, একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল করল দক্ষিণ-পূর্ব রেল...
    আজকাল | ২৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাটিতে আছড়ে পড়ার আগে শক্তি বাড়াচ্ছে মান্থা৷ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। যার প্রভাবে আগামী দু'দিন বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হল দক্ষিণ-পূর্ব রেলের তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার ও বুধবার-এর মধ্যে ছ'টি দূরপাল্লার ট্রেনের সময় সূচি পরিবর্তন হয়েছে। 

    যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল-

    ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে। মঙ্গলবার দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে উপকূল তীরবর্তী এলাকায়। শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হাওয়ার দাপট। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সে ক্ষেত্রে আগেভাগে মৎস্য দপ্তরের পক্ষ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ঝড়ের আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্কীকরণ করা হয়েছে। মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে বহু মৎস্যজীবী ট্রলার বন্দরে ফিরে এসেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়বে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায়। ইতিমধ্যেই সেই ঘূর্ণিঝড় এর প্রভাব পড়তে শুরু করেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসনের আধিকারিকেরা।

    মঙ্গলবার সকালেই ঘূর্ণিঝড় মান্থা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। আর কয়েক ঘণ্টার মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপট শুরু হবে। ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলে। বাংলার জেলায় জেলায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। 

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটার মধ্যে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কাকিনাড়ার মাঝখানে। বর্তমানে এই শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা মছলিপত্তনম থেকে ১২০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পূর্বে রয়েছে, কাকিনাড়া থেকে ২০০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ২৯০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে, ওড়িশার গোপালপুর থেকে ৫৯০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১০ কিমি/ঘণ্টা। 
  • Link to this news (আজকাল)