• 'বিজেপি CAA চাপানোর চেষ্টা করলে, পা ভেঙে দেব,' SIR নিয়ে হুঁশিয়ারি ফিরহাদের
    আজ তক | ২৯ অক্টোবর ২০২৫
  • 'BJP আর নির্বাচন কমিশন মিলে CAA চাপানোর চেষ্টা করলে, পা ভেঙে দেব,' হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। মঙ্গলবার SIR নিয়ে সর্বদলীয় বৈঠক ছিল। মিটিং ডেকেছিলেন খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানেই গিয়েছিলেন পুরমন্ত্রী। কিন্তু বৈঠকের মাঝপথেই শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। ভোটার তালিকা সংশোধনের ফর্ম ও পরিচয় ভেরিফিকেশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

    এদিন বৈঠকের পরেই মুখ খোলেন ফিরহাদ হাকিম। বলেন, 'আমরা চাই যেন কোনও বৈধ ভোটার বাদ না যায়। কিন্তু যদি BJP আর নির্বাচন কমিশন মিলে CAA চাপাতে চায়, তাহলে তাদের পা ভেঙে দেব।' 

    ফিরহাদ আরও জানান, উত্তর ২৪ পরগনার এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। চিঠিতে লিখে গিয়েছেন, যে NRC র ভয়েই এই সিদ্ধান্ত। ফিরহাদ বলেন, 'মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। বাংলায় সবাই শান্তিতে থাকবে।'

    ঘাসফুল শিবির বলছে, SIR মানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা। কিন্তু তার আড়ালে যদি কেন্দ্র অন্য খেলা খেলে, তা বরদাস্ত করা হবে না। ফিরহাদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য।

    অন্যদিকে, মঙ্গলবারই আলাদা এক সাংবাদিক বৈঠকে চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'SIR হোক, তাতে আমাদের ভয় নেই। কিন্তু একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেই তার জবাব দেবে বাংলা।' তিনি আরও বলেন, 'SIR-এর পরেও ২০২৬-এ TMC-ই আরও শক্তিশালী হবে। BJP কে ৫০ আসনে নামাব।'

    একদিকে ফিরহাদের কঠোর হুঁশিয়ারি। অন্যদিকে অভিষেকের লড়াইয়ের ডাক। SIR নিয়ে রাজ্য রাজনীতি এখন রীতিমতো তপ্ত। SIR এর আগমনেই যেন ২০২৬ এর আগেই ভোটের দামামা বেজে গেল। 
  • Link to this news (আজ তক)