• পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি : বাড়ির পাশের পুকুর থেকেই উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তি গত সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম যতীশ রায়(৫১)।এই ঘটনায়, তদন্তকারী এক পুলিস আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এদিন সকালে তাঁকে এলাকার লোকজনরা বাড়ির পাশের পুকুরে পড়ে থাকতে দেখেন। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
  • Link to this news (বর্তমান)