কর্মসূত্রে চেন্নাইতে গিয়ে নিখোঁজ ভাই, পুলিসের দ্বারস্থ হলেন দাদা
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: “দাদা তোঁর টাকায় আর কত দিন চলব? এবার বাইরে কাজ করতে যেতে চাই।” দাদাকে এই কথা বলে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন ময়নাগুড়ি পুর্ব সাতভেন্ডি এলাকার বাসিন্দা পাথারু ওঁরাও। এদিকে চেন্নাই পৌঁছানোর পর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁর দাদা এতোয়া ওঁরাও। এর আজ, মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন তিনি।এই ঘটনায় তিনি জানিয়েছেন, আমাদের এলাকার এক ব্যক্তি চার-পাঁচজনকে চেন্নাইয়ে কাজ করাতে নিয়ে গিয়েছিলেন। গত ১০ তারিখ সেখান থেকেই ফোন করে জানানো হয় হঠাৎ করেই রুম থেকে বাইরে বেরিয়ে গিয়েছে আমার ভাই। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। বর্তমানে আমরা প্রচণ্ড চিন্তায় রয়েছি।