• চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল ৭৫ ফুটের প্রতিমা
    দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৫
  • জগদ্ধাত্রী পুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। কানাইলালপল্লির জগদ্ধাত্রী পুজোয় ভেঙে পড়ল ৭৫ ফুট উঁচু ফাইবারের প্রতিমা ও মণ্ডপের একাংশ। ঘটনাকে ঘিরে চন্দননগর জুড়ে নেমে এসেছে চাঞ্চল্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত দুই জন দর্শনার্থী জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চন্দননগরের জগদ্ধাত্রী পুজো রাজ্যজুড়ে জনপ্রিয়। মঙ্গলবার ছিল পুজোর সপ্তমী। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন প্রতিমা ও মণ্ডপ দেখতে। এর মধ্যেই দুপুরের দিকে হঠাৎ আকাশে মেঘ ঘনিয়ে আসে। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহবিদদের মতে, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লেও তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরের কিছু পরেই হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়ার দাপটে মণ্ডপের বিশাল ফাইবারের প্রতিমাটি দুলে ওঠে এবং মুহূর্তের মধ্যে তা ভেঙে পড়ে। প্রতিমার সঙ্গে ভেঙে পড়ে মণ্ডপের একাংশও। তখন মণ্ডপে উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। আতঙ্কে চারিদিকে শুরু হয় হুড়োহুড়ি। পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    চন্দননগর পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘মণ্ডপে আপাতত প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।’ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের পরিকাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে পুজোর আনন্দে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করছেন দর্শনার্থীরা।

    চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোয় এমন ভয়াবহ দুর্ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। অনেকে বলছেন, ‘এত বড় প্রতিমা আগে কখনও দেখা যায়নি। কিন্তু প্রকৃতির সামনে মানুষের কৃতিত্ব যে কতটা অসহায়, তা আজ আরও একবার প্রমাণ করে দিল।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)