• বাংলায় এসআইআর নিয়ে সমস্যা হবে না: রাজ্যপাল
    দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৫
  • বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সোমবার মুখ্য নির্বাচন কমিশন এসআইআর-এর কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়ে গেছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। রাজ্যে ভোটের ঢাকে একপ্রকার কাঠি পড়ে গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই আবহে এসআইআর হলে কোনও সমস্যা হবে না বলে আশাবাদী রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার হুগলির চন্দননগরের আদি হালদার পাড়ার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে গিয়েছিলেন তিনি। পুজো মণ্ডপ থেকে একথা জানান রাজ্যপাল।

    রাজ্যপাল বলেন, ‘এসআইআর হল একটা গণতান্ত্রিক পদ্ধতি। যা প্রতিটি মানুষকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ দেয়। এসআইআর নিয়ে বিবাদ হলে আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মত থাকতে পারে। আমাদের সংবিধান ও গণতন্ত্র যথেষ্ট মজবুত। যে কোনও অশান্তি হলে তা সামাল দেওয়া সম্ভব। আমি মনে করি এসআইআর নিয়ে কোনও সমস্যা হবে না।‘  অবৈধ ভোটারদের বাদ দিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করতে চাইছে কমিশন। আর সেই উদ্দেশেই এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তাদের দাবি বিশেষ নিবিড় সংশোধন হলে বহু ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। আর এতে লোকসান হবে তৃণমূলের। বিজেপির দাবি খারিজ করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে শাসক দল তৃণমূল। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    এসআইআর নিয়ে রাজ্যে উত্তেজনার পারদ চড়ছে। বিরোধী দল এবং শাসক দলের মধ্যে ইতিমধ্যেই টক্কর শুরু হয়ে গিয়েছে। আর এই আবহেই মঙ্গলবার চন্দননগরের আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালান রাজ্যপাল। দেবী মূর্তি দেখে প্রণামও করেন। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ। রাজ্যপাল সেখানে  কিছুক্ষণ সময় কাটান। পুজো কমিটিকে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন। সেই সঙ্গে বাংলায় এসআইআর হলে কোনও সমস্যা হবে না বলেও এদিন নিজের আশা ব্যক্ত করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)