• বিরাট জনসমর্থন! রাজ্যবাসীর পরামর্শে সেজে উঠছে ২০৪৭ সালের ‘সমর্থ উত্তরপ্রদেশ’-এর নীলনকশা
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: ২০৪৭ সালের মধ্যে উত্তরপ্রদেশকে উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক মেগা ক্যাম্পেইন শুরু হয়েছে। ‘সমর্থ উত্তরপ্রদেশ–বিকশিত উত্তরপ্রদেশ @২০৪৭’ নামে এই প্রচারাভিযান এখন সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

    ​রাজ্যের ৭৫টি জেলাতেই চলছে বিশাল প্রচার। নোডাল অফিসার ও বিশেষজ্ঞরা নানা গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছেন। ছাত্র, শিক্ষক, উদ্যোগপতি, কৃষক এবং সাধারণ নাগরিকেরা এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। অফিশিয়াল পোর্টালে প্রায় ৬০ লাখ মতামত জমা পড়েছে। এর মধ্যে ৭৫ শতাংশেরও বেশি এসেছে গ্রামীণ এলাকা থেকে। জনসংখ্যার দিক দিয়ে, ৩১ বছরের কম বয়সী তরুণরা দিয়েছেন প্রায় ৩০ লাখ মতামত।

    ​পরামর্শের ক্ষেত্রে কৃষি (১৬ লাখ) এবং শিক্ষা (১৫ লাখ) শীর্ষে রয়েছে। এছাড়াও গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, এবং শিল্প নিয়েও গুরুত্বপূর্ণ মতামত জমা পড়েছে। জাউনপুর জেলা সবচেয়ে বেশি পরামর্শ দিয়ে প্রথম স্থানে আছে। এরপরেই রয়েছে সম্বল, গাজিপুর, প্রতাপগড় ও বিজনোর। ​মানুষজন বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। রিকেশ কুমার গ্রামে শিল্প ও শিক্ষায় নজর দেওয়ার কথা বলেছেন। শাকিল খান সহজ ঋণ ও জেলাভিত্তিক শিল্প পার্ক তৈরির পরামর্শ দিয়েছেন। নিগার ফাতেমা মহিলাদের জন্য দক্ষতা মিশন এবং একক জানালা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। গীতা দেবী চান স্থানীয় স্তরে ‘খেলো ইন্ডিয়া’ প্রোগ্রামের প্রসার। পাশাপাশি ধর্মীয় স্থানগুলির উন্নয়ন, আইনশৃঙ্খলা ও সুশাসনের দাবিও উঠে এসেছে।

    ​রাজ্যজুড়ে প্রায় ৫০,০০০ গ্রাম পঞ্চায়েত-সহ অসংখ্য স্থানে আলোচনা সভা হয়েছে। এই বিপুল জন-সংলাপের ভিত্তিতেই এখন ভিশন ডকুমেন্ট তৈরির কাজ চলছে। এই অভিযান উন্নয়নের রোডম্যাপ তৈরির পাশাপাশি, সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগাযোগের মজবুত সেতু গড়ে উঠেছে।
  • Link to this news (প্রতিদিন)