সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভ্য সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসক। মঙ্গলবার একথা মনে করাল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে বেসরকারি হাসপাতাল, ডিসপেনসারি এবং ক্লিনিকে কর্মরত যে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোভিডের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারিয়েছেন, তাঁদের স্বাস্থ্যবীমা প্রকল্পে অন্তর্ভুক্ত না করার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি হয়। শুনানি চলাকালীন বিচারপতিদের বেঞ্চ মন্তব্য করে, বিচার বিভাগ যদি চিকিৎসকদের যত্ন না নেয় কিংবা তাঁদের পাশে না দাঁড়ায়, তবে সমাজ বিচার বিভাগকে ক্ষমা করবে না।
বিচারপতি পিএস নরসিং এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে মামলা উঠেছিল। দুই বিচারপতি বেঞ্চ মন্তব্য করে, বিমা সংস্থাগুলি যাতে করে প্রকৃত দাবিদারের প্রাপ্য মেটায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে সরকারকে। এখানেই না থেমে দুই বিচারপতি বলেন, প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক মাত্রই মুনাফাখোর, এটা ভুল ভাবনা। এরপরেই বিচারপতি পিএস নরসিং এবং বিচারপতি আর মহাদেবন মন্তব্য করেন, “আমরা যদি ডাক্তারদের যত্ন না নিই এবং তাঁদের পাশে না দাঁড়াই, তাহলে সমাজ আমাদের ক্ষমা করবে না। যদি ওই ডাক্তাররা কোভিডের কারণেই মারা গিয়ে থাকেন, তাহলে সরকারের উচিত বীমা সংস্থাগুলিকে অর্থ প্রদান করতে বাধ্য করা। সরকারি হাসপাতালের দায়িত্বে ছিলেন না বলেই যে তাঁরা আখের গোছানোর জন্য বসেছিলেন, এই ধারণা সঠিক নয়।”
এদিন শীর্ষ আদালত কেন্দ্রকে আরও নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রী বীমা প্রকল্প ছাড়াও অন্য একই ধরনের প্রকল্প সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। আমরা ওই তথ্য খতিয়ে দেখব। এরপর তার ভিত্তিতে বীমা কোম্পানিগুলির কাছে পাওনা মেটানোর দাবি জানাব। আদালত আরও জানায়, আমাদের রায়ের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া বীমা কোম্পানির দায়িত্ব। একাধিক বিষয়ে মতামত দিলেও এদিন রায় ঘোষণা করেনি বিচারপতি পিএস নরসিং এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ।