• মেঘের মধ্যে ছড়ানো হল ‘বৃষ্টিবীজ’! দূষণ কমাতে দিল্লিতে নামবে কৃত্রিম বৃষ্টি
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজির দৌরাত্ম্যে দীপাবলির পর ফের লাগামছাড়া হয়েছে দিল্লির দূষণ। সেই দূষণ এখনও দাপাচ্ছে রাজধানী জুড়ে। পরিস্থিতি সামাল দিতে এবার কৃত্রিম বৃষ্টির পথে হাঁটছে সেখানকার বিজেপি সরকার। মঙ্গলবার কৃত্রিমভাবে ‘ক্লাউড সিডিং’ বা মেঘ জমানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর দিল্লিতে বৃষ্টি নামানো হবে।

    এদিন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, ”দিল্লির দূষণ মোকাবিলায় আমরা অসংখ্য পদক্ষেপ করেছি। এবার আমরা কৃত্রিম বৃষ্টিপাতের বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা করছি। আমরা ক্লাউড সিডিং-এর একটি পরীক্ষাও চালিয়েছি। আশা করছি এটি দিল্লির দূষণ সমস্যার সমাধান করতে পারবে। এটা একটি পরীক্ষা। দেখা যাক এর ফলাফল কী হয়। যদি পরীক্ষাটি সফল হয়, তাহলে আমার বিশ্বাস দিল্লিবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান মিলবে। এটা আমাদের সকলের জন্যই নতুন বিষয়। কেননা দিল্লিতে এমনটা প্রথমবার হচ্ছে। আমি প্রার্থনা করি, পরীক্ষাটি সফল হোক এবং দিল্লি এর থেকে উপকৃত হোক।” এর আগে রেখা জানান, ‘এই উদ্যোগ শুধু প্রযুক্তিক্ষেত্রে ঐতিহাসিক নয়, বরং দিল্লির দূষণ মোকাবিলায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এক বিরাট অগ্রগতি।’

    জানা গিয়েছে, এদিন বুরারি, ময়ূর বিহার ও করোল বাগ অঞ্চলে আকাশপথে মেঘের ‘বীজ’ ছড়ানো হয়েছে। বিমানগুলি আর্দ্রতা-ভরা মেঘের মধ্যে দিয়ে উড়ে গিয়ে সেখানে সিলভার আয়োডাইড এবং লবণ-ভিত্তিক যৌগের মতো কণা ছেড়ে দিয়েছে। এর ফলেই বৃষ্টি ঝরাবে মেঘগুলি। উল্লেখ্য, অভিনব এই উদ্যোগে দিল্লি সরকারকে সাহায্য করছে কানপুর আইআইটি। এই উদ্যোগের জন্য সরকারের খরচ পড়ছে ৩.২১ কোটি টাকা। গত মাসেই দিল্লির সরকার আইআইটি কানপুরের সঙ্গে ক্লাউড সিডিং-এর একটি চুক্তি করে। সেই সময় থেকেই দ্রুত কৃত্রিম বৃষ্টির দিকে হাঁটে প্রশাসন।
  • Link to this news (প্রতিদিন)