নিহত ইউপিএসসি ছাত্রের হার্ডডিস্কে একাধিক মহিলার নগ্ন ছবি! দিল্লির-কাণ্ডে নয়া মোড়
প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার্থী-যুবক রামকেশ মীনার খুনের ঘটনায় নড়ে গিয়েছে গোটা দেশ। সেই হত্যাকাণ্ডে এবার নয়া মোড়। তদন্তকারীদের একটি সূত্রের খবর, রামকেশের ফ্ল্যাট থেকে যে হার্ডডিস্কটি উদ্ধার হয়েছে, তাতে তাঁর লিভ-ইন সঙ্গী তথা তাঁর খুনে অভিযুক্ত অমৃতা চৌহানের গোপন মুহূর্তের ছবি ছাড়াও সেখানে রয়েছে একাধিক মহিলার নগ্ন ছবি। মোট ১৫ জনেরও বেশি মহিলার নগ্ন ছবি এবং ভিডিও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, অমৃতার দাবি, তাঁর বেশকিছু আপত্তিকর এবং গোপন ছবি ও ভিডিও রামকেশ মোবাইল-ল্যাপটপে সেভ করে রেখেছিলেন। বারবার সেগুলি মুছে দেওয়ার জন্য বললেও রামকেশ তা করেননি বলে দাবি করেছেন অমৃতা। সূত্রের খবর, রামকেশের ওই ল্যাপটপটি বাজেয়াপ্ত করা হলেও, তা এখনও পরীক্ষা করেননি তদন্তকারীরা। কিন্তু তাঁর ফ্ল্যাট থেকে যে হার্ডডিস্কটি উদ্ধার হয়েছে, সেখান থেকেই একাধিক মহিলার নগ্ন ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়েছে বলে তদন্তকারীদের ওই সূত্র জানিয়েছে। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
চলতি মাসের শুরুতে দিল্লির গান্ধী বিহারের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় রামকেশকে। তাঁকে খুনে অভিযুক্ত লিভ-ইন সঙ্গী অমৃতা এবং তাঁর প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপকে গ্রেপ্তার করেছে করেছ পুলিশ। ষড়যন্ত্রে সঙ্গী হন সন্দীপ কুমার নামের এক যুবক। তিনি সুমিতের বন্ধু। সকলেই মোরাদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্ক থেকেই একত্রবাস করছিলেন রামকেশ ও অমৃতা। এর মধ্যেই প্রাক্তন প্রেমিক সুমিত ফিরে আসে অমৃতার জীবনে। এরপরেই রামকেশকে হত্যার পরিকল্পনা করে অমৃতা ও সুমিত। দিল্লি পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। রামকেশকে তাঁরা শ্বাসরোধ করে খুন করেন। এরপর বাতানুকূল যন্ত্রে বিস্ফোরণের নাটক করেন তাঁরা। আদতে লিভ-ইন সঙ্গীর দেহে তেল, ঘি এবং মদ ঢেলে পুড়িয়ে দেন অমৃতা।