• পরিবার পিছু সরকারি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার টাকা! ইস্তেহারে বড় ঘোষণা তেজস্বীদের
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল মহাগটবন্ধন। ‘তেজস্বী প্রাণ’ নামের ওই ইস্তেহারে মহিলাদের আড়াই হাজার টাকা, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ এবং পরিবার পিছু একটি করে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে সেখানে।

    ‘সংকল্প পত্র ২০২৫’-এর স্লোগান ‘সম্পূর্ণ বিহার কা সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ’। আর সেই ইস্তেহারের প্রচ্ছদে জ্বলজ্বল করছে তেজস্বী যাদবের মুখ। ভোট-আশ্বাসের মধ্যে শীর্ষে অবশ্যই চাকরি। মহাগটবন্ধনের দাবি, তারা ক্ষমতায় এলে, ২০ দিনের মধ্যেই নতুন আইন আনবে। যার ফলশ্রুতি পরিবার পিছু একটি করে চাকরি দেওয়া হবে। এবং সেই চাকরি বণ্টন শুরু হবে ক্ষমতায় আসার ২০ মাসের মধ্যে।
    এরই পাশাপাশি চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিং কর্মচারীদের পাকা চাকরি এবং সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে স্থায়ী সরকারি কর্মচারী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যাঁদের মাসিক বেতন ৩০,০০০ টাকা। এরই পাশাপাশি প্রতিটি পরিবারকে ২০০ ইউনিট বিদ্যুৎ ও দরিদ্র পরিবারকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলেও দাবি করা হয়েছে।

    সেই সঙ্গেই নারীদের জন্য ‘মাই-বহিন মান যোজনা’র কথাও ঘোষণা করা হয়েছে। যে প্রকল্পে মাসিক ২.৫০০ টাকা অর্থাৎ বছরে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। তাছাড়া ব্যক্তি পিছু স্বাস্থ্য খাতে ২৫ লক্ষ টাকা, বিধবা ভাতা এবং বরিষ্ঠ নাগরিক পিছু মাসিক দেড় হাজার টাকা (যা প্রতি বছর ২০০ টাকা করে বাড়বে) এবং বিশেষ ভাবে সক্ষমদের ৩ হাজার টাকা করে মাসিক ভাতার আশ্বাস দেওয়া হয়েছে।

    নির্বাচনের প্রাক্কালে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসে। যদিও সেই প্রতিশ্রুতি সবসময় পূর্ণ হয় তা নয়। সেই কথা মাথায় রেখে আগেই তেজস্বী জানিয়েছেন, তিনি কোনও ফাঁকা আওয়াজ দিচ্ছেন না। তথ্যের উপর ভিত্তি করেই তিনি এই দাবি করছেন।
  • Link to this news (প্রতিদিন)