সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদীদের বিছানো আইইডি বিস্ফোরণে প্রাণ গেল এক নাবালিকার। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জঙ্গলে মাটির নিচে ওই বোমা পুঁতে রেখেছিল মাওবাদীরা। সেখানে অজান্তেই পা রাখতেই ঘটে যায় অঘটন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সিরিয়া হেরেঞ্জ। তার বয়স ১০ বছর। সে তৃতীয় শ্রেণির পড়ুয়া ছিল। এদিন সকালে সারান্ডার জঙ্গলে কয়েকজন গ্রামবাসী পাতা কুড়োতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ওই নাবালিকাও। সেই সময় ভুলবশত মাটিতে পুঁতে রাখা বোমায় পা দেয় সে। তারপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে ওই নাবালিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ক্ষতবিক্ষত হয়ে যায় তার পা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, অতীতে নকশালপন্থীদের এই ধরণের ফাঁদের শিকার হয়েছেন বহু স্থানীয় বাসিন্দা। ফের একবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হল।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ইতিমধ্যেই অভিযানে মৃত্যু হয়েছে বহু মাও-নেতার। পাশাপাশি, আত্মসমর্পণও করেছেন বহু মাওবাদী।