‘এবার ১২ রাজ্যে ভোটচুরির খেলা হবে’, এসআইআর নিয়ে কমিশনকে তোপ কংগ্রেসের
প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা-সহ ১২ রাজ্য এবং কেন্দ্রাশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপরই কমিশনকে তোপ দাগল কংগ্রেস। তারা বলেছে, “এবার ১২ রাজ্যে ভোটচুরির খেলা হবে।”
কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘নির্বাচন কমিশন এবার ১২টি রাজ্যে ভোটচুরি খেলা খেলতে চলেছে। এসআইআর-এর মাধ্যমে বিহারে ৬৯ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এখন ১২টি রাজ্যে কোটি কোটি ভোটারের নাম মুছে ফেলা হবে। এটি প্রকাশ্য ভোটচুরি, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কমিশন যৌথভাবে করছে।’
কমিশনের তরফে জানানো হয়, দ্বিতীয় পর্বে এসআইআর হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরে। জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, বিরাট কর্মযজ্ঞে আন্দামান ও নিকোবর, বাংলা, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, পুদুচেরিতে প্রায় ৫ লক্ষেরও বেশি বিএলএ কাজে যোগ দেবেন।
কমিশন জানিয়েছে, এসআইআর বাস্তবায়নে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা। একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ। যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।