আতঙ্ক বাড়াচ্ছে মন্থা! শুরু প্রবল ঝড় ও বৃষ্টি, জারি কড়া সতর্কতা
প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত বাড়তেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে মন্থা! শুরু হয়েছে ল্যান্ডফল। মনে করা হচ্ছে, আর তিন-চার ঘণ্টা পর মধ্যপাতে রাজ্যটি অতিক্রম করে যাবে ঝড়। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে কড়া সতর্কতা। ইতিমধ্যেই বহু মানুষকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ্র উপকূলে কাকিনাড়ার কাছাকাছি ল্যান্ডফল হবে বলে জানা যাচ্ছে। এর প্রভাবে সর্বোচ্চ ১১০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই প্রভাব পড়বে বাংলাতেও।
বাংলায় ‘মন্থা’র সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। বিশেষত উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে পাহাড়ি এলাকায় কমতে পারে দৃশ্যমানতা। এ বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মন্থা’র দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জোড়া ফলাতেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে। অর্থাৎ জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি-কাঁটা থাকছে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।