• ‘আত্মঘাতী’ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাতি, হঠাৎ কী হল?
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরে নিজের বাড়িতেই ‘আত্মঘাতী’ হলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নাতি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। মৃতের নাম আরভ। সে একাদশ শ্রেণির ছাত্র ছিল। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি।

    সূত্রের খবর, কানপুরের কোহনা এলাকায় পরিবারের সঙ্গেই বসবাস করত আরভ। তবে ছট পুজো উপলক্ষে তার পরিবারের সদস্যরা বিহারের ভাগলপুরে গিয়েছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন আরভের ঠাকুমা। জানা গিয়েছে, মঙ্গলবার নিজের ঘরে একাই ছিল আরভ। বিকেলের দিকে তার ঠাকুমা কোনও কারণে তাকে ডাকতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ, একাধিকবার ডাকাডাকি সত্ত্বেও কোনও সাড়া দেয়নি আরভ। এরপরই ভয় পেয়ে যান তিনি। তাঁর চিৎকারে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। এরপর দরজা ভেঙে আরভের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি।

    সূত্র মারফত জানা গিয়েছে, দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তবে সেখানে কী লেখা রয়েছে, তা-ও এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এবিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
  • Link to this news (প্রতিদিন)