• গভীর রাতে হাসপাতালে ঢুকে অস্থায়ী কর্মীদের মারধর! অভিযোগ অস্বীকার মালদহের তৃণমূল নেতার
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • বাবুল হক, মালদহ: গভীর রাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে ‘দাদাগিরি’। হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী গ্রুপ ডি কর্মীকে মারধরের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত তৃণমূলের শ্রমিক নেতা। আজ, মঙ্গলবার সেই ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী গ্রুপ ডি কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। 

    অভিযোগ, গতকাল গভীর রাতে ইংরেজবাজার শহর তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সহ সভাপতি জয়ন্ত বোস দলবল নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে দুই চুক্তিভিত্তিক অস্থায়ী গ্রুপ ডি কর্মী সাহিম বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে মারধর করা হয়! অস্থায়ী গ্রুপ-ডি কর্মী নিয়োগ সংস্থার থেকে পাঁচলক্ষ টাকা তিনি দাবি করেন বলে অভিযোগ। ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করানো হয়।

    মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি সংস্থার অধীনে ১৩৫ জন গ্রুপ ডি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা রয়েছেন। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েছে ওই সংস্থা। তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে ‘দাদাগিরি’, মারধর ও টাকা চাওয়ার এই অভিযোগে আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে। নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন তাঁরা, এমনই দাবি। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই শ্রমিক নেতা এমন কোনও ঘটনার কথা মানতে নারাজ। তিনি বলেন, “এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। আমি নিজেও হাসপাতালের ক্যাজুয়াল স্টাফ। এখানে পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন নতুন কোম্পানির লোক ঢুকছে। কীভাবে ঢুকছে, বোঝা যাচ্ছে না।” তাঁর আরও অভিযোগ, “যখন তখন ১০-১৫ জন এসে বলছেন এখানে নিয়োগ করা হয়েছে। এই নিয়ে বিভিন্ন ঠিকাদার সংস্থার মধ্যে লড়াই চলছে। আমি এগুলির প্রতিবাদ করে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।”
  • Link to this news (প্রতিদিন)