• আর্থিক কারণে খুন? রেললাইনের পাশ থেকে রক্তাক্ত বেল্টের ফাঁস লাগানো দেহ উদ্ধারে চাঞ্চল্য
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: আর্থিক কারণে খুন নাকি অন্য কিছু? গোবরডাঙ্গা ও মছলন্দপুর স্টেশনের মাঝে রেললাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। নিহত ওই যুবকের গলায় রক্তাক্ত বেল্ট দিয়ে ফাঁস লাগানো থাকায় রহস্য দানা বেঁধেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গত ৮ অক্টোবর ঘটনাটি ঘটে। ওইদিন বনগাঁ-শিয়ালদহ শাখার গোবরডাঙ্গা ও মছলন্দপুর স্টেশনের মাঝে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির গলায় বেল্ট দিয়ে ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়। মুখ থেঁতলানো ছিল। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তির নাম অভিজিৎ মাহিলি। বছর বত্রিশের ওই যুবক বাড়ি গোবরডাঙ্গা থানার মছলন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতপুর মহিলি পাড়ায়। পরিবারের সদস্যরা জানান, অভিজিৎ ইঞ্জিন ভ্যান বিক্রি করেছিলেন ৪০ হাজার টাকায়। হয়তো সেই টাকার জন্য তাঁদের ছেলেকে খুন করা হয়েছে।

    এরপর ঘটনার তদন্তে নামে বনগাঁ জিআরপি এবং হাবরা থানার পুলিশ। মছলন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের বাউগাছি বাসিন্দা বুদ্ধ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, টাকাপয়সার কারণে অভিজিৎ মাহিলিকে খুন করেছে ধৃত বুদ্ধ। তবে রেললাইনের পাশে খুন করা হয়েছে নাকি অন্য় কোথাও খুন করে দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (প্রতিদিন)