• পথকুকুরকে মারধর, প্রতিবাদ করায় প্রতিবেশীকে ধারাল অস্ত্রের কোপ গাইঘাটায়!
    প্রতিদিন | ২৯ অক্টোবর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পথকুকুরকে দীর্ঘদিন ধরে মারধর করা হত! অত্যাচার চলত ওই নিরীহ প্রাণীর উপর! আজ, মঙ্গলবার ফের এলাকার পথকুকুরকে মারধর করে অভিযুক্ত যুবক। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। সেই প্রতিবাদের কারণে তাঁর উপরেই চড়াও হলেন অভিযুক্ত। ওই ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বিকেলে গাইঘাটা থানার শিমুলপুর হাজরাতলা এলাকায় ওই ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম দীপেন দে। অভিযোগ, দীপেন ও তার দলবল দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ মণ্ডলের বাড়ি সংলগ্ন একটি ফাঁকা জায়গায় বিভিন্ন রকম নেশা করে। শুধু তাই নয়, ওই এলাকার পথকুকুরদের মারধর করা হয়, তাদের উপর অত্যাচার চলে বলে অভিযোগ। এদিনও একটি কুকুরকে মারধর করা হয় বলে অভিযোগ।

    সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন হরেকৃষ্ণ মণ্ডল। অভিযোগ, পালটা ওই ব্যক্তির উপরই চড়াও হয় দীপেন ও তার সঙ্গীরা। ধাক্কাধাক্কির পর হরেকৃষ্ণর মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তাতেই লুটিয়ে পড়েন। ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত হন তাঁর বাবাও! স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা এলাকা থেজে চলে যায়। জখম ছেলে ও বাবাকে উদ্ধার করে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গাইঘাতা থানায় লিখিত অভিযোগ দায়ের করানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে একজন অভিযুক্তকে আটক করেছে।
  • Link to this news (প্রতিদিন)