নব্যেন্দু হাজরা: পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ‘মন্থা’র। বাংলায় সরাসরি প্রভাব না থাকলে পরোক্ষ প্রভাব পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। বিপদের আশঙ্কায় একাধিক দূরপাল্লার ট্রেনের টাইম বদল করল রেল।
জানা গিয়েছে, ১৮০৪৫ শালিমার-চাড়লাপল্লি ইস্ট-কোস্ট এক্সপ্রেসের শালিমার স্টেশন ছাড়ার কথা ছিল ২৮ অক্টোবর সকাল ১১ টা বেজে ১৫ মিনিটে। সেটা ছাড়বে রাত ৯ টা বেজে ১৫ মিনিটে। ২২৮২৫ শালিমার-MGR চেন্নাই এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ার কথা ছিল ২৮ তারিখ রাত ১২ টা বেজে ১০ মিনিটে। সেটা ছাড়বে রাত ১০ টা বেজে ১০ মিনিটে। ২২৮৮৭ হাওড়া-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেসেরও সময় বদল হয়েছে। মঙ্গলবার রাত ১২ টা ৩০ মিনিটে ছাড়ার কথা ছিল ট্রেনটি। কিন্তু ছাড়বে রাত সাড়ে দশটায়।
২৮ অক্টোবরের হাওড়া-MGR চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (১২৪৮১) দুপুর ৩ টা ১০-মিনিটে ছাড়ার কথা ছিল। ট্রেনটি ছাড়বে আগামিকাল অর্থাৎ ২৯ তারিখ ভোর ১ টা দশ মিনিটে ছাড়বে। ২৮ তারিখের শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস শালিমার ছাড়বে আগামিকাল অর্থাৎ ২৯ তারিখ ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘মন্থা’র দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জোড়া ফলায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে। তা শুক্রবার পর্যন্ত চলতে পারে। অর্থাৎ জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি-কাঁটা থাকছে। শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে ৩১ অক্টোবর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি – ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।