• শুরু হয়েছে ‘মান্থা’-র ল্যান্ডফল, উত্তর ও দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?
    এই সময় | ২৯ অক্টোবর ২০২৫
  • অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হয়ে ‘মান্থা’-র আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ। মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে চলছে ল্যান্ডফল প্রক্রিয়া। ল্যান্ডফলের পর মান্থা উত্তর ও উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে যাবে। আরও বেশ কিছুক্ষণ এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু'এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    বৃহস্পতিবারও এই ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এ দিন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দু'এক জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। এ ছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩১ তারিখেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। একইসঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়াতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ৩ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া থাকবে। 

    এ দিকে উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৯ অক্টোবর উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই  হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ অক্টোবর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩১ তারিখ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। এ ছাড়াও ওই দিনে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এ দিকে মান্থার প্রভাবে ওডিশার উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। অন্ধ্রে উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। 

  • Link to this news (এই সময়)