• নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে নিয়োগ-দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক, কটাক্ষ তৃণমূলের
    আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৫
  • দলের এক বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুললেন আর এক বিধায়ক। দুই বিধায়কই বিজেপি শিবিরের। মঙ্গলবার কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। আর এই ঘটনাতেই বিজেপিকে নিশানা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

    বেআইনি ভাবে কল্যাণী এইমসে ৩০ জন অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ এনেছেন অসীম। এই দুর্নীতির সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষেরও যোগ রয়েছে বলে দাবি তাঁর। ইতিমধ্যেই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে অভিযোগ জমা করেছেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ‘অভিযুক্ত’ বিধায়ক অম্বিকা। অসীমের অভিযোগকে ‘অবান্তর গালগল্প’ বলেও দাবি করেছেন তিনি।

    হরিণঘাটার বিজেপি বিধায়কের দাবি, ‘‘কল্যাণীর কেন্দ্রীয় হাসপাতালে মোট ৮৪ জন অস্থায়ী কর্মী নিয়োগের কথা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন সমগ্র নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে একটি বেসরকারি সংস্থা। স্থানীয়দের কাজ দেওয়ার দাবি নিয়ে আমি ওই সংস্থার সঙ্গে দেখা করি। সেখান থেকে জানতে পারি কল্যাণীর বিধায়ক অম্বিকার সুপারিশে ৩০ জনের নিযোগ ইতিমধ্যেই হয়ে গিয়েছে।’’

    তাঁর আরও দাবি, ওই ৩০ জন অস্থায়ী কর্মীকে ভুবনেশ্বর এইমস হাসপাতালের পরিচয়পত্র দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ ভাবে নিয়মবহির্ভূত। অসীম বলেন, ‘‘আমার কাছে অভিযোগ এসেছে। শুনেছি এই ৩০ জনের নিয়োগের নেপথ্যে ১ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন বিজেপির দু’জন মণ্ডল সভাপতি ও বিধায়ক অম্বিকা।’’ তিনি আরও বলেন, ‘‘আমি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি। এর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও যুক্ত আছেন। বৃহত্তর স্বার্থে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।’’

    অভিযোগ অস্বীকার করে কল্যাণীর বিধায়ক বলেন, ‘‘বেশ কিছু অস্থায়ী কর্মী বেতন পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছিলেন। সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যায় অভিযোগের সত্যতা রয়েছে। এখানে টাকা নিয়ে নিয়োগের কোনও প্রশ্নই নেই। সমস্ত রাজনৈতিক দলের মানুষই কাজ পেয়েছেন। আমার বিধানসভা এলাকায় কারও প্রতি অন্যায় হলে বিধায়ক হিসেবে আমার নৈতিক দায়িত্ব থেকেই যায়।’’ অসীমের মন্তব্য প্রসঙ্গে অম্বিকা বলেন, ‘‘উনি কবিয়াল মানুষ। গালগল্প করছেন, কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই। না জেনে এ ভাবে না বললেই ভাল করতেন।’’

    দলের এক বিধায়কের বিরুদ্ধে অন্য বিধায়কের গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির বিধায়ক যে দুর্নীতিগ্রস্ত সেটা শুধু বিরোধীরা বলছে না। বলছেন তাঁরই দলের নেতা-কর্মীরা। বিজেপির আসল চরিত্র কী, এতেই স্পষ্ট।’’

    কল্যাণীর বিধায়কের বিরুদ্ধে এইমসে কাজ দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়। স্বজনপোষণের অভিযোগে বিধায়কের উপর দলের একাংশ দীর্ঘ দিন ধরেই ক্ষুব্ধ। গত বিধানসভা নির্বাচনের সময়ে যে কর্মী-সমর্থকেরা তাঁর ‘পাশে দাঁড়িয়েছিলেন’ তাঁরা এইমসের বরাত পাওয়া ঠিকাদার সংস্থায় কাজ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। বিধায়কের সুপারিশে অন্য লোকজন, এমনকি জেলার বাইরের লোকজনও কাজ পাচ্ছেন বলে অভিযোগ।
  • Link to this news (আনন্দবাজার)