• ‘জন নায়ক’ কে? বিহারে ভোটের আগে ইন্ডিয়া শিবিরে টানাপোড়েন
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • পাটনা: বাঙালি জানে ‘মহানায়ক’ একজনই। উত্তম কুমার। বিহারবাসী বুঝতে পারছেন না, তাঁদের ‘জন নায়ক’ কে? এতদিন পর্যন্ত এই উপমা ব্যবহৃত হতো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের সঙ্গে। আর বিহার ভোটের মাত্র কয়েকদিন আগে এই খেতাব কার প্রাপ্য, তাই নিয়ে টানোপোড়েন শুরু হল ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে। কংগ্রেস, আরজেডি এবং সমাজবাদী পার্টি (সপা) প্রত্যেকেই এই নামে ডাকতে শুরু করেছে তাঁদের প্রিয় নেতাদের। আর তা নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন উত্তরপ্রদেশের লখনউ (সেন্ট্রাল) আসনের সপা বিধায়ক রবিদাস মেহরোত্রা। মঙ্গলবার তিনি বলেন, ‘কে জন নায়ক হবেন, তা সব রাজনৈতিক দল বসে ঠিক করবে। এব্যাপারে কোনও দলই একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। যদি তাই হয়, তবে আমি বলব জন নায়ক হলেন অখিলেশ।’ 

    কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই  রাহুল গান্ধীকে ‘জন নায়ক’ বলে প্রচার করা হচ্ছে। এমনকী আরজেডি নেতা তথা বিহারে ইন্ডিয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকেও ‘জন নায়ক’ বলে প্রচার শুরু করেছে দলের উৎসাহী সমর্থকরা। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। তাঁর কথায়, মানুষ এই তাদের প্রিয় নেতাকে এমন খেতাব দেন। কেউ নিজে থেকে জন নায়ক হয়ে যেতে পারেন না। এব্যাপারে তেজস্বীকেও একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। জিতন রাম বলেছেন,  ‘আমি শুনলাম তেজস্বীকে লোকজন জন নায়ক বলছেন। এটা ওই শব্দের অপমান। কর্পুরী ঠাকুরকে জন নায়ক বলে ডাকা হত। তেজস্বী রাজ্যের জন্য কি করেছে?’  আর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের খোঁচা, ‘অনেকেই এখন নিজেদের জন নায়ক বলতে ব্যস্ত। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?’ ভোটমুখী বিহারে ‘জন নায়ক’ নিয়ে বিতর্ককে হাতিয়ার করেছে বিজেপি। দলমত নির্বিশেষে কর্পুরী ঠাকুরের আলাদা স্থান রয়েছে বিহারে। প্রয়াত এই সমাজবাদী নেতাকে গুরু মানেন লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমাররা। গত সপ্তাহে বিহারে নির্বাচনী প্রচারে সমস্তিপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্পুরী ঠাকুরের গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। মোদির আমলেই প্রয়াত কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হয়েছে। এই অবস্থায় ‘জন নায়ক’ বিতর্ক তাদের সুযোগ এনে দিয়েছে। প্রবীণ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘বিহারে একজনেরই জন নায়ক। তিনি ভারতরত্ন কর্পুরী ঠাকুর। অন্য কাউকে  বিহারের মানুষ মেনে নেবে না।’ 
  • Link to this news (বর্তমান)