• হাইটেনশন বিদ্যুতের তারের ছোঁয়া লেগে বাসে আগুন, মৃত ২
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • জয়পুর: হাই টেনশন তারের স্পর্শে আগুনে ঝলসে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনা সেই রাজস্থানে। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় দু’জনের। ঝলসে যান আরও অনেক যাত্রী। কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এএসপি তেজপাল সিং জানিয়েছেন, বাসের মাথায় প্রচুর জিনিস ঠাসা ছিল। বাসটি গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় হাইটেনশন তারের সঙ্গে ছোঁয়া লাগে। তাতেই বাসে আগুন ধরে যায়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বইরা জানিয়েছেন, ঘটনার যথাযথ তদন্ত হবে। জেলাশাসক জিতেন্দ্র সোনি বলেছেন, দুই যাত্রী বাস থেকে নেমে চালককে ধীরে ধীরে যেতে গাইড করছিল। কিন্তু বাসের মাথার জিনিস তারে লাগায় তা ছিঁড়ে যায়। অন্তত ২টি গ্যাস সিলিন্ডার ঘটনায় ফেটেছে। 

    মঙ্গলবার জয়পুরের মোনহরপুর এলাকা এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটির অধিকাংশ যাত্রীই ছিলেন ইট ভাটার শ্রমিক। উত্তরপ্রদেশের বরেলি থেকে তাঁরা জয়পুরের তোড়ি গ্রামের এক ইট ভাটায় আসছিলেন। বাসের ছাদ ছিল বিভিন্ন জিনিসপত্রে ঠাসা। মোটরবাইক থেকে গ্যাস সিলিন্ডার, সবই ছিল সেখানে। স্বাভাবিক ভাবেই এই সব জিনিসের কারণে বাসের উচ্চতা বেড়ে যায়। আর তাতেই যত বিপত্তি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসের মাথায় থাকা জিনিসের সঙ্গে ঘষা লেগে একটি ১১হাজার ভোল্টের তার ছিঁড়ে যায়। এবং সেই তার বাসের ছাদে পড়তেই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। পুড়ে মৃত্যু হয় এক তরুণী ও তাঁর বাবার। আরও অনেকে মারাত্মক জখম হন। কয়েকজন জানলা থেকে ঝাঁপ দিয়ে বেরিয়ে প্রাণে বাঁন।  প্রথমে স্থানীয়রাই উদ্ধারের জন্য ছুটে আসে। পরে দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল আধিকারিকরা জানান, বাসের ছাদে অন্তত ১৫টি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। তার মধ্যে বিস্ফোরণ হয়েছে দুটি সিলিন্ডারে। সম্পূর্ণ পুড়ে গিয়েছে বাইক সহ অন্যান্য জিনিসপত্র। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উল্লেখ্য, ১৫ অক্টোবর জয়সলমিরের কাছে এমনই এক যাত্রীবোঝাই বাসে আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয় ২১ জনের। কয়েকদিনের মধ্যেই আবারও এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)