বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের হিংসার ঘটনা মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। বন্দুকের গর্জনে কেঁপে টি খোনোপফাই গ্রাম। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ গ্রাম প্রধান মাংথাং হাওকিপকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই হত্যার ঘটনায় গ্রামবাসীরা ইউকেএনএ গোষ্ঠীর দিকে আঙুল তুলেছেন। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে।