• অন্ধ্রপ্রদেশ উপকূলে আড়ড়ে পড়ল ‘মন-থা’, গাছ ভেঙে মৃত্যু মহিলার, দুর্যোগ এড়াতে বাতিল করা হল একাধিক ট্রেন
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • চেন্নাই: আবহাওয়া দপ্তর জানিয়েছিল, মঙ্গলবার বিকেলে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূল থেকে ১৮০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় মন-থা। রাতে কাকিনাডা সংলগ্ন মাচিলিপটনম ও কলিঙ্গপটনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়বে। এই প্রক্রিয়া ৩-৪ ঘণ্টা ধরে চলবে। পূর্বাভাস মতো সন্ধ্যার পরই উপকূলভাগে মন-থার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। সর্বাধিক ৯০–১০০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যায়।  

    থাই ভাষায় ‘মন-থা’ শব্দের অর্থ সুগন্ধ। তবে এই নামে যে ঘূর্ণিঝড় আজ অন্ধ্রের উপকুলে আছড়ে পড়ল তাতে সুগন্ধের লেশমাত্র নেই। রয়েছে স্রেফ আতঙ্ক আর ধ্বংস। কতটা তাণ্ডব চালাবে প্রকৃতি, হিসাব নেই কারও কাছে। তাই অজানা ভয়ে গ্রাস করেছে উপকূলের বাসিন্দাদের।  প্রবল ঝড়ে কোনাসীমা জেলায় গাছ চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলছে অন্ধ্রের বিভিন্ন জেলায়। মঙ্গলবার সকালের তথ্য অনুসারে, নারাসাপুরে ৯.৮ মিলিমিটার, তুনিতে ১৫.৬ মিলিমিটার এবং কাকিনাড়ায় ৫.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ৩৬ ঘণ্টা ধরে একটানা বৃষ্টিতে জেরবার নেল্লোর জেলা। এখানকার কিছু জায়গায় ৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বিপর্যয় মোকাবিলায় ত্রাণ শিবির চালু করেছে প্রশাসন। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের কারণে বড় বিপদ এড়াতে একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্যোগ এড়াতে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। 

    অন্ধের পাশাপাশি ওড়িশা, তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রায় এক লক্ষের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস  রয়েছে একাধিক জেলায়।  অন্ধ্রের বিশাখাপত্তনম,গুনটুর এবং  ওড়িশার পুরী, গঞ্জাম ও খুরদা জেলার নামও আবহাওয়া দপ্তরের তালিকায় রয়েছে। তেলেঙ্গানার খাম্মাম ও নালগোন্ডা অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলগুলিকেও মোতায়েন করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)