নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে চন্দননগর ও আশপাশের এলাকার জন্য স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল। হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে পাঁচজোড়া ও হাওড়া থেকে বর্ধমানের মধ্যে এক জোড়া লোকাল চালানোর সিদ্ধান্ত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, মঙ্গলবার ২৮ অক্টোবর থেকে আগামী ১ নভেম্বর শনিবার মধ্যরাত এবং ২ নভেম্বর রবিবার ভোর পর্যন্ত এই লোকালগুলি যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল লোকালগুলি এই ক’দিনে হাওড়া স্টেশন থেকে রোজ বিকেল ৫.২০ রাত ৭.৫৫, ৮.৩৫, ১১.৩০ ও ১২.৩০ মিনিটে ছাড়বে। আবার, ব্যান্ডেল-হাওড়াগামী লোকালগুলি ছাড়বে সন্ধ্যা ৬.৩৫, রাত ৯.২০, ৯.৫৫, ১টা ও ২টো নাগাদ ছাড়বে। অন্যদিকে, হাওড়া-বর্ধমানগামী (ভায়া ব্যান্ডেল) স্পেশাল লোকাল ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে শনিবার রাত ১টা ১৫ মিনিটে এবং বর্ধমান থেকে হাওড়াগামী লোকাল ছাড়বে ২৭ রাত সাড়ে ১১টায়। যা চলবে শনিবার রাত পর্যন্ত। পাশাপাশি, প্রতিমা নিরঞ্জনের দিন চন্দননগরে কার্নিভাল দেখতে লাখো জনতার ভিড় হয়। সেই যাত্রী চাপ সামলাতে বিসর্জনের দিন রবিবার আরও একটি হাওড়া-ব্যান্ডেল-হাওড়া রুটে স্পেশাল লোকাল চালানো হবে। সেটি হাওড়া থেকে ছাড়বে শনিবার রাত ২টো বেজে ৩৫ মিনিটে এবং ব্যান্ডেল থেকে ছাড়বে রবিবার ভোর ৪টে নাগাদ।
অন্যদিকে, হাওড়া-মশাগ্রাম লোকাল ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর বর্ধমান স্টেশন পর্যন্ত চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। এবং ওই ক’দিনে আরও একটি বর্ধমান-হাওড়া স্পেশাল ট্রেন চালানো হবে যা বর্ধমান স্টেশন থেকে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। তবে, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মশাগ্রাম-হাওড়া লোকালটি বন্ধ থাকবে।