• লিভ-ইন পার্টনার খুনে অভিযুক্ত অমৃতাকে ত্যাজ্য করেছিলেন বাবা-মা
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: রাজধানীতে লিভ-ইন পার্টনার খুনে পরতে পরতে রহস্য। বাবা-মায়ের সঙ্গে কোনও সম্পর্কই ছিল না মূল অভিযুক্ত অমৃতা চৌহানের। এক বছর আগেই তাকে ত্যাজ্য করেছিল পরিবার। ফরেনসিকের ছাত্রী অমৃতার লিভ-ইন পার্টনার রামকেশ মিনার খুনের তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা জেনেছেন, ২০২৪ সালের ৮ জুলাই মেয়েকে ত্যাগ করার কথা ঘোষণা করেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা অমৃতার বাবা-মা। এব্যাপারে তাঁরা সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনের কপি আদালতে তুলে ধরবেন তদন্তকারীরা।  এদিকে নিহত যুবকের ফ্ল্যাট থেকে যে হার্ডডিস্ক উদ্ধার হয়েছে, সেখানে অন্তত ১৫ জন মহিলার গোপন ভিডিও এবং ছবি মিলেছে। অমৃতারও গোপন মুহূর্তের কিছু ভিডিও ও ছবি সেভ করে রেখেছিলেন রামকেশ। সেগুলি ডিলিট করতে না চাওয়ায় সম্পর্কের অবনতি হয় বলে জেরায় দাবি করেছে তরুণী। 
  • Link to this news (বর্তমান)